সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের ৭১তম সাধারণ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে নিজের ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, গণতন্ত্র দিবসে সকল দেশবাসীকে অনেক অভিনন্দন। জয়হিন্দ। এর আগে শনিবার নিজের ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী পদ্ম সম্মানে ভূষিত সকল পদ্মপ্রাপকদের অভিনন্দন জানিয়েছিলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, ৭১ তম গণতন্ত্র দিবসে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা।
উল্লেখ করা যেতে পারে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর করা হয় সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান হিসেবে খ্যাতি অর্জন করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.