বর্ধিত পাল্লার সুপারসনিক ব্রাহ্মস ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। এই ক্ষেপণাস্ত্রটি ৪০০ কিলোমিটারের বেশি দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। বুধবার ওডিশার বালেশ্বর জেলার উপকূলে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস-এর। ৪০০ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পিজে-১০ প্রজেক্টের অধীনে দেশীয় বুস্টার দ্বারা উৎক্ষেপণ করা হয়েছিল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস।
এই সাফল্যের জন্য ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, এই কৃতিত্ব ভারতের আত্মনির্ভর অঙ্গীকারকে উৎসাহ প্রদান করবে। এছাড়াও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ডিআরডিও চেয়ারম্যান ডা. জি সতীশ রেড্ডি।