মকর সংক্রান্তি, মাঘ বিহু, পঙ্গল উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ট্যুইটবার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, উৎসব গোটা দেশজুড়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নিয়ে আসে। দেশবাসী বিশেষ করে কৃষকদের বছরভর পরিশ্রমকে স্বীকৃতি জানায় এই উৎসব। তা দেশকে সমৃদ্ধি ও প্রগতির পথে নিয়ে যাক।
এদিন অসমিয়া ভাষায় মাঘ বিহু ও মালায়লিতে পঙ্গলের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, প্রকৃতির রঙ, পরম্পরা, ঐতিহ্যের রঙে রাঙিত মকর সংক্রান্তি সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক।
অসমের মাঘ বিহু উৎসবের শুভেচ্ছা জানিয়ে অপর একটি ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, আশা এবং সমৃদ্ধির প্রতীক মাঘ বিহু। সকল দেশবাসীকে বিশেষত অসমে বসবাসকারী ভাই ও বোনেদের অভিনন্দন। সমাজে আনন্দের উচ্ছ্বাস জাগ্রত হোক।
পঙ্গল উৎসবে সকলের সমৃদ্ধির শুভ কামনা করেছেন প্রধানমন্ত্রী।
2020-01-15