ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১০০-র নীচে থাকলেও, সংক্রমণ ভয় বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টাতেই ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন, এই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৮৯ জনের। নতুন করোনা-আক্রান্তের সিংহভাগই মহারাষ্ট্র ও কেরল-সহ ৬টি রাজ্যে। বাকি চারটি রাজ্য হল পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটক। এই ৬টি রাজ্যই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্র, কেরল, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট এবং কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ৬টি রাজ্যে বিগত ২৪ ঘন্টায় ৮৫.৫১ শতাংশ নতুন সংক্রমণ হয়েছে।
তবে, স্বস্তি দিচ্ছে আরও বেশ কয়েকটি রাজ্য। বিগত ২৪ ঘন্টায় ভারতের ১৮টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে কারও মৃত্যু হয়নি। ভারত সরকার জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ওডিশা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, পুদুচেরি, অসম, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মণিপুর, মিজোরাম, মেঘালয়, দমন ও দিউ, দাদর ও নগর হাভেলি এবং অরুণাচল প্রদেশে করোনা-আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
2021-03-04