রাষ্ট্রপতি কোভিন্দকে করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করলো ‛The Telegraph’, নিন্দায় সরব নেটিজেনরা

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে (Ramnath Kovind) নিয়ে কদর্য মন্তব্য করলো পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‛The Telegraph’ । তাদের প্রকাশিত নিবন্ধে রাষ্ট্রপতিকে তুলনা করা হলো করোনা ভাইরাসের সঙ্গে। পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধের হেডলাইনে রাষ্ট্রপতিকে ভাইরাসের সঙ্গে তুলনা করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন বহু মানুষ। তাদের বক্তব্য, এইভাবে রাষ্ট্রপতিকে ভাইরাসের সঙ্গে তুলনা করে পত্রিকাটি আসলে দলিতদেরকেই অপমান করেছে, যেহেতু রাষ্ট্রপতি নিজে দলিত সম্প্রদায়ের।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ – এর নাম রাজ্যসভায় মনোনীত হয়েছে। আর তার প্রতিবাদে পত্রিকাটির ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার হেডলাইন- ‛Kovind, not covid, did it’ । খবরটি নজরে আসায় নিন্দায় সরব হয় সবাই। তাদের বক্তব্য, এভাবে ভাইরাসের সঙ্গে তুলনা করে পত্রিকাটি দলিতদের অপমান করেছে। অন্যদিকে বহু মানুষ নিন্দায় সরব হলেও, অনেক বামপন্থী এবং টুকড়ে টুকড়ে গ্যাং-এর লোকজন পত্রিকাটির প্রশংসা করেছেন। তবে অনেকে আবার দলিতদের অপমান করার দায়ে পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন। বস্তুতঃ, সেই দাবি জোরালো হচ্ছে ক্রমশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.