ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) নামে একটি অস্ট্রেলিয়া ভিত্তিক গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা, তার সাম্প্রতিক রিপোর্ট “গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৩” প্রকাশ করেছে। সেই রিপোর্টে “কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া” (সিপিআই) কে বিশ্বের 20টি মারাত্মক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় রাখা হয়েছে।
২০২২ সালের হিসাবে কমিউনিস্ট পার্টি প্রথম থেকে ১২ তম স্থানে রয়েছে। আইইপির প্রতিবেদন অনুসারে ২০২২ সালে সিপিআই ৩৯টি মৃত্যু এবং ৬১টি আক্রমণের জন্য দায়ী ছিল। এছাড়াও অফিসিয়াল হিসেবে ৩০ জনকে আহতও করেছে তারা।
প্রসঙ্গত উল্লেখ্য যে এই তালিকায় শীর্ষে রয়েছে ইসলামিক স্টেট (আইএস), যারা ২০২২ সালে ১‚০৪৫ জনের মৃত্যু, ৪১০ টি হামলা এবং ৬৪৪ জন আহত হওয়ার জন্য দায়ী।
আরো যেটা ইন্টারেস্টিং তা হল কুখ্যাত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা (এলইটি) আইইপি-র ২০২২ সালের সবচেয়ে মারাত্মক জঙ্গ গোষ্ঠীর তালিকায় CPI-এর নীচে রয়েছে। তারা ৮ জনের মৃত্যু আর ছয়টি হামলা করেছে। তাদের হাতে ৩৮ জন আহত হয়েছে।
GTI ২০২৩ রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদের দ্বারা প্রভাবিত দেশগুলির তালিকায় ভারতের স্থান ১৩ তম। ভারতের স্কোর ৭.১৭৫! আফগানিস্তানের তালিকায় ১ নম্বরে রয়েছে ৮.৮২২ স্কোর নিয়ে। অন্যদিকে, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা এবং বাহরাইন সবচেয়ে কম সন্ত্রাস-আক্রান্ত দেশ, আইইপি অনুসারে, তাদের প্রতিটির স্কোর ০.৮২৬।