দেশের উন্নয়ন ও প্রগতিতে যোগাযোগের অপরিসীম গুরুত্ব রয়েছে। দেশের বহু অঞ্চলকে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)। সোমবার লাদাখে বর্ডার রোড অর্গানাইজেশন কর্তৃক নির্মিত ৬৩ ইনফ্রা প্রোজেক্ট উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী এদিন আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীর ও লাদাখে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হোক, এমনটা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। খুব শীঘ্রই লাদাখের জনগণের সঙ্গেও প্রধানমন্ত্রী কথা বলবেন।”লাদাখের অনুষ্ঠান থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, “লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার নেপথ্যে মূলত কারণ ছিল সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সন্ত্রাসবাদ। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস পেয়েছে। বিনিয়োগ আনতে ও অবকাঠামোগত উন্নতির জন্য কেন্দ্র কর্তৃক বহু পদক্ষেপ নেওয়া হয়েছে।”
2021-06-28