বিধানসভার বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশ্রামের স্বার্থে ব্যবস্থা করা হয়েছিল ছাউনির। এই ব্যবস্থা মাননীয় স্পিকারের নির্দেশেই করা হয়েছিল। উল্লেখ্য, তখন ব্যবস্থা করা ওই ছাউনি সাদা ও হলুদ রঙ বিশিষ্ট ছিল। কিন্তু, হঠাৎই ওই ছাউনির রঙ পরিবর্তন করে নীল ও সাদা বিশিষ্ট করে দেওয়া হল। ফলে, এই ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে।
শপথ নেওয়ার দিনে শুভেন্দু অধিকারী যখন বিধানসভা পৌঁছান, তখন কে কেন্দ্রীয় বাহিনী ও সাংবাদিকদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এরপরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেন। উল্লেখ্য, শুক্রবার অর্থাৎ ২রা জুলাই থেকে শুরু হওয়া অধিবেশনে সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গেই কেন্দ্রীয় বাহিনী থাকছে।
এবার, বিধানসভার বাইরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা যাতে বিশ্রাম নিতে পারেন সেইজন্য স্পিকারের নির্দেশে হলুদ-সাদা রঙ বিশিষ্ট ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। এরই মাঝে, হঠাৎ ছাউনি নীল-সাদ রঙের হয়ে যেতে দেখা গেল। যদিও, ছাউনির এই রঙ বদল স্পিকারের নির্দেশেই হয়েছে কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, সমস্ত সরকারি প্রতিষ্ঠান, উড়ালপুল, ফুটপাতের রেলিং নীল-সাদা রঙের মোড়কে ঢেকে যেতে গেছিল। এইবার, সন্দেহ করা হচ্ছে, তাহলে কি এই অস্থায়ী ছাউনিও নীল-সাদা কোডের বাইরে থাকল না? এদিকে, স্পিকারের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীরর জন্য প্রদত্ত ছাউনিও বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজেপি বিধায়কদের তরফে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভায় প্রবেশ করার আবেদন জমা পড়েছিল বিধানসভার স্পিকারের কাছে। কিন্তু, বিধানসভার স্পিকারের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।
2021-07-02