ফের অনেকটাই পারদ-পতন রাজধানী দিল্লিতে। বুধবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। ফলে কনকনে ঠাণ্ডা বেড়েছে দিল্লিতে। প্রবল ঠাণ্ডায় বিপর্যস্ত রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশেও। বুধবার উত্তর প্রদেশের বারাণসীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস, কানপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডার পাশাপাশি জনজীবনের হাল বেহাল করেছে কুয়াশা। প্রবল কুয়াশার জেরে ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। এদিন ভোর থেকে সকাল পর্যন্ত দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ-সর্বত্রই হাড়কাঁপুনি দেওয়া ঠাণ্ডার পাশাপাশি মোটা কুয়াশার আস্তরণ ছিল।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং পালমে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পঞ্জাবি বাগ, পশ্চিম বিহার, বিজয় চক, ইন্ডিয়া গেট, সংসদ ভবন চত্বর প্রভৃতি এলাকা। কুয়াশা এতটাই বেশি ছিল যে লাইট জ্বালিয়ে চলাচল করেছে গাড়ি। কুয়াশার কারণে এদিন একই অবস্থা ছিল উত্তর প্রদেশেও। ঘন কুয়াশায় ঢাকা ছিল কানপুর, বারাণসী।
2021-01-13