ধর্মান্তকরণে মদতের পরিষ্কার প্রমান মিললো উত্তর প্রদেশের আই এ এস অফিসার মহম্মদ ইফতিকার উদ্দিনের বিরুদ্ধে , কঠোর হচ্ছে যোগী সরকার

উত্তর প্রদেশের বরিষ্ঠ IAS অফিসারের বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমান জমা পড়েছে পুলিশের কাছে। রাজ্যের স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ( Uttar Pradesh State Transport Corporation) চেয়ারম্যান ছিলেন মহম্মদ ইফতিকার উদ্দিন। তিনি কানপুরের ডিভিশনাল কমিশনার হিসাবেও কাজ করেছেন।

তিনি আপাতত সাসপেন্ড। ছুটিতে পাঠানো হয়েছে তাঁকে।

তাঁর বিরুদ্ধে জিহাদ ও ইসলাম ধর্মে ধর্মান্তকরণের সমর্থনে করে বক্তব্য রাখা ও ধর্মান্তকরণে মদত দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে এবং তার প্রমাণও পাওয়া গিয়েছে।

তাঁর বিরুদ্ধে সাচেন্দি (Sachendi) , উন্নাও (Unnao), সাহারানপুর (Saharanpur)মুজাফ্ফারনাগর (Muzaffarnagar) সহ বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ ভাবে ইসলাম ধর্মে ধর্মান্তকরণের অভিযোগের স্পষ্ট প্রমান পাওয়া গিয়েছে।
তার বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে কোরান (Quran) বিলি করার অভিযোগও আছে।

সূত্রের খবর , ইফতিকারউদ্দিন এর বিরুদ্ধে সাক্ষ প্রমান হিসাবে পুলিশের কাছে আছে নয় নয় করে ৮০ টি ভিডিও (80 videos) ও এরই সাথে ইফতিকারউদ্দিন এর লেখা সাতটি বই , যে বই এর মাধ্যমে ধর্মান্তকরণ ও জেহাদের প্রতক্ষ মদত দেওয়ার প্রমান পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.