Clash of Civilizations: রাশিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং বেলজিয়ামের পর গ্রীস ও জানিয়ে দিলো একজন আফগান অথবা অন্য কোনো দেশের শরণার্থীকে আশ্রয় দেয়া হবে না; একই সাথে তুরস্কের সাথে বর্ডার ও সীল করা হলো

রাশিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং বেলজিয়ামের পর গ্রীস ও এবার শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে তীব্র আপত্তি জানালো।
ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রী নিকোস প্যানএগিওটো পৌলস পরিষ্কার ভাষায় বলেন তাঁদের পক্ষে আফগান সহ শরণার্থী আর নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, ” আফগান সহ মুসলিম শরণার্থীদের আমরা এর আগেও আশ্রয় দিয়েছি, কিন্তু আর তা সম্ভব নয় কারণ শরণার্থীদের জন্য দেশে শান্তি, শৃঙ্খলা , ও সুরক্ষার সমস্যা দেখা দিতে পারে।”

অতীতের তিক্ত অভিজ্ঞতার ফলে শরণার্থী বিরোধী মানসিকতা তৈরী হচ্ছে ওই দেশে। গ্রীসের জাতীয়তাবাদী সংগঠন গুলিও এই বিষয়ে সরকারের এই কড়া পদক্ষেপকে সমর্থন জানিয়েছে।

এদিকে গ্রীসের নাগরিক সুরক্ষা দফতরের(Department of Citizen Protection) তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই তুরস্কের সাথে গ্রীসের ৪০ কি মি (40 km) সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেদিক থেকে বলা যায় গ্রীসের নাগরিকরা এখন সম্পূর্ণ সুরক্ষিত।

কয়েকদিন আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও স্পষ্ট করে বলেন মুসলিমরা নিজেদের মধ্যে বার বার ঝামেলা করবে , শরণার্থী তৈরী করবে , তার পর খ্রীষ্টানদেশগুলোতে যাবে আশ্রয় নিতে এবং সেই খানে গিয়ে এবার নিজেরা জেহাদ করবে এটা কোনো মোটেই বরদাস্ত করা যাবেনা।

Summary: Greece has slammed the door on Afghan or any refugees coming from Islamic countries.

Greek Defence minister Nikos Panegiotopoulos said, ” We are not ready to take even a single refugee because they are a direct threat to our security and sovereignty . We have had a bad experience with them.” In the mean time, the Department of Citizen Protection of Greece has formally announced that 40-km border with Turkey have been sealed.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.