করোনাভাইরাস অতিমারি ও লকডাউনের জন্য প্রায় ৭ মাসের বেশি সময় বন্ধ থাকার পর মায়ানগরী মুম্বইয়ে খুলে গেল প্রেক্ষাগৃহ। তবে, কন্টেইনমেন্ট জোনে আপাতত বন্ধই থাকছে প্রেক্ষাগৃহ, থিয়েটার ও মাল্টিপ্লেক্স। বৃহস্পতিবার থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার।
বেশ কিছু শর্ত অবশ্য রয়েছে, যেমন ৫০ শতাংশের বেশি দর্শককে অনুমতি দেওয়া যাবে না, মাস্ক বাধ্যতামূলক। সিনেমা হল, থিয়েটার অথবা মাল্টিপ্লেক্সগুলি নিয়মিত স্যানিটাইজড করতে হবে। সমস্ত শর্ত মেনে বৃহস্পতিবার থেকে মায়ানগরী মুম্বইয়ে খুলে গেল সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স। এদিন সকালে বান্দ্রায় খুলে যায় জি৭ মাল্টিপ্লেক্স। এছাড়াও মুম্বই শহরের সর্বত্র এদিন সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে সিনেমা হল ও প্রেক্ষাগৃহ।
2020-11-05