নাইজেরিয়ায় কচুকাটা হচ্ছেন খ্রিষ্টানরা। জেহাদি ও তাদের সহযোগীদের দ্বারা ২০০ দিনে অর্থাৎ ১ জানুয়ারী থেকে ১৮ জুলাই , ২০২১ পর্যন্ত ৩,৪৬২ জন খুন হয়েছেন।
গত বছরে প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াচ লিস্ট অফ পার্সিকিউটেড খৃষ্টানস নাম সংগঠনের প্রকাশিত নিহতের সংখ্যা ছিল ৩,৫৩০। এই বছরের শুরুতেই নিহতের সংখ্যা প্রায় ছুঁয়ে গেছে সেই সংখ্যাকে।
ওই সংস্থা তাদের রিপোর্টে আরো বলে এই বছর প্রতিদিন গড়ে ১৭ জন খুন হচ্ছেন এবং এই সংখ্যা ২০১৪ সালের পর দ্বিতীয় সর্বাধিক। ওই বছর ৫০০০ এর বেশি খ্রিষ্টানকে খুন করে বোকো হারাম ও ফুলানি হার্ডসমেন জঙ্গি সংগঠন।
বোকো হারাম ৪০০০ খ্রিষ্টানকে মারে এবং ফুলানি হার্ডসমেন হত্যা করে একই ধর্মীয় গোষ্ঠীর ১,২২৯ জনকে।
রিপোর্টে আরো বলা হয় মে থেকে এপ্রিল ২০২১ পর্যন্ত ১,৪৭০ জন খ্রিষ্টানকে হত্যা করে সন্ত্রাসবাদীরা এবং পয়লা মে থেকে ১৮ ই জুলাই পর্যন্ত ১, ৯৯২ খ্রিষ্টানকে নির্মমভাবে হত্যা করা হয়।
এই বছরের জানুয়ারী থেকে অন্তত ৩০০ টি চার্চ ধ্বংস করা হয়েছে এবং ১০ জন খ্রিষ্টান পাদ্রিকে হত্যা করে জঙ্গিরা।