করোনা ভাইরাসের জেরবার চিন। ফলে হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিলেন না চিনের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫ প্রতিনিধি।
জানা গিয়েছে, হলদিয়ার ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষকে কয়েকমাস আগে থেকেই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এন্ড কম্পিউটিং বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে।
সেই সেমিনারে বক্তা হিসেবে যোগ দেওয়ার কথা ছিল চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। কিন্তু সম্প্রতি চিনে নোভেল করোনা ভাইরাস মহামারির আকার ধারন করেছে। এই ভাইরাসের জেরে এখনও পর্যন্ত ৪০০ এরও বেশি মানুষের মৃত্যুর হয়েছে।
করোনা আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব।
জানা গিয়েছে, সেই কারনে হলদিয়ার ওই সেমিনারে তাদের আসার কথা থাকলেও, ইতিমধ্যে তাঁরা ইমেল করে জানিয়ে দিয়েছেন যে তাঁরা আসতে পারছেন না। ফলে একমাত্র বিদেশি অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, সার্বিয়ার অধ্যাপিকা আন্দ্রেজা টেপাভসেভিক। এবং ভারতীয় অধ্যাপকদের মধ্যে উপস্থিত আছে শিবপুর আইআইইএসটির অধ্যাপিকা জয়া শীল। এছাড়াও রয়েছেন ক্রাইস্ট বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ ভট্টাচার্য।