চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখে ভারতীয় সীমান্তের কাছে যুদ্ধ অভ্যাস করেছে। সম্প্রতি এই যুদ্ধ অভ্যাসের বিভিন্ন ভিডিও প্রকাশ্যে চলে এসেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৭০০ মিটার উচ্চতা এই যুদ্ধ অভ্যাস করেছে।ভারতীয় সেনাবাহিনীর ওপর মানসিক চাপ ফেলার লক্ষ্য নিয়ে এই অভ্যাস করেছে চিন। জানা গিয়েছে এই যুদ্ধ অভ্যাসে প্রায় ৯০ শতাংশ সমরাস্ত্র নতুন ব্যবহার করেছে চিন। এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে এখানে।রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে লক্ষ্যবস্তুকে নির্ধারণ করে আঘাত আনার কৌশল ব্যবহার করেছে চিন। এই যুদ্ধ অভ্যাস তিব্বতের থিয়েটার কমান্ডের পক্ষ থেকে করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ করা যেতে পারে, সোমবার কোর কমান্ডার পর্যায়ে অষ্টম বারের জন্য মুখোমুখি বসবে ভারত এবং চিনের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা।তার আগে চিনের এই ধরনের আচরণ নিয়ে উদ্বিগ্ন দিল্লি।
2020-10-18