“ভারতীয় ভূখণ্ডে মাঝেমধ্যেই প্রবেশের চেষ্টা চালাচ্ছে চিনা সেনা”-এমনটাই বললেন লাদাখের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ থুপস্টান চেইওয়াং। গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সংঘর্ষ (Indo-China Mess) শুরু হওয়ার পর থেকেই সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় সৈনিক। আর এই ভাবেই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। প্রসঙ্গত ভারতীয় সেনা এখনো পর্যন্ত সীমান্তেই তাঁবু খাটিয়ে রয়েছে, এরপরও পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ চিনা সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে একাধিকবার।
চিনের বিরুদ্ধে উপযুক্ত কোনও পদক্ষেপই গ্রহণ করছেন না ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই অভিযোগ করে আসছে বিরোধী দল কংগ্রেস। চিন সম্পর্কে প্রধানমন্ত্রীর এই নিরুত্তপ্ত আচরণ নিয়ে এবার প্রশ্ন তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে রাহুল গাঁধী একটি টুইট করে লিখেছেন “দেশের সৈন্যরা ভয়ংকর শীতের মধ্যে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে চীনের বিরুদ্ধে মোকাবিলা করেছে, যখন কিনা দেশের প্রধানমন্ত্রী ৮৪০০ কোটির প্লেনে চড়ে ঘুরে বেড়াতেই ব্যস্ত। চিনের নাম পর্যন্ত মুখে আনতে ভয় পান তিনি। কি করে আসবে ‘আচ্ছে দিন”।