ডোকলাম ও লাদাখের (Dokalam & Ladakh) পর এবার উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথে উত্তেজনা তৈরি করতে চাইছে চিন । এমনই কথা জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দারা। কয়েকদিন আগে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে লাল ফৌজ মোতায়েন করা হচ্ছিল বলে জানিয়েছিল ভারতীয় সেনা। এবার একটি সংস্থার উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেল ওই এলাকায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার জন্য নির্মাণ কাজ শুরু করেছে বেজিং প্রশাসন। গিরিপথের ট্রাই জংশন এলাকার একটি উপগ্রহ চিত্র প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে সেখানকার প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে অনেক সেনাকর্মী মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নির্মাণ কাজ শুরু করেছে চিন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাদের দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা রয়েছে।
লিপুলেখ গিরিপথ দিয়ে মানস সরোবর যাওয়ার রাস্তা তৈরি করা নিয়েই নেপালের সঙ্গে ভারতের গোলমাল শুরু হয়। এরপরই তিনটি ভারতীয় ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধন করে নেপাল। ভারত ও নেপালের এই বিবাদের মাঝেই গত মে মাস থেকে লিপুলেখ সীমান্তে চিন পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছিল। তারপর সেখানে ধীরে ধীরে সেনা মোতায়েন শুরু করে। এবার ক্ষেপণাস্ত্রও মোতায়েন করছে। প্রসংগত, ১৫ জুন লাদাখের গালওয়াল ঘাঁটিতে ভারত ও চিন সেনাবাহিনীর মধ্যে গোলমালের ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনীর মৃত্যু হলে জোর আলোচনা শুরু হয়ে ছিল। কিন্তু পরে সেনাবাহিনীর মধ্যে আলোচনায় সীমান্ত থেকে পিছু হঠে পিপলস লিবারেশন আর্মি (People Libaration Army)। কিন্তু ফের উত্তেজনা ছড়েনোর চেষ্টা করছে তারা।