ভারতের দ্বারা মিশন শক্তি’র মাধ্যমে অ্যান্টি স্যাটেলাইট এর সফল পরীক্ষণ করার পর বুধবার প্রতিবেশী দেশ চীনের থেকে প্রতিক্রিয়া আসে। চীন বলে, আশা করি সব দেশই মহাকাশে শান্তি বজায় রাখবে। এই সফল পরীক্ষণের পর ভারত বিশ্বের চতুর্থ এরকম দেশ হয়ে গেলো যারা শত্রুদের স্যাটেলাইট মহাকাশেই ধ্বংস করে দিতে পারবে। এর আগে এই শক্তি আমেরিকা, চীন আর রাশিয়ার কাছেই ছিল মাত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ঘোষণা করে বলেছেন, ভারত একটি অ্যান্টি মিসাইলের সফল পরীক্ষণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনা নিয়ে গর্ব করে বলেন, ভারত এই সাফলতার পর স্পেস সুপার পাওয়ার দেশের মধ্যে যুক্ত হয়ে গেলো।
ভারত দ্বারা মিসাইলের সফল পরীক্ষণের পর সংবাদ সংস্থা পিটিআই দ্বারা করা প্রশ্নের পর চীনের বিদেশ মন্ত্রালয় নিজেদের বক্তব্য লিখিত রুপে দেয়। ওই বক্তব্যে বলা হয়, ‘আমরা রিপোর্ট দেখেছি, আর এটাও আশাবাদী যে সব দেশেই আউটার স্পেসে শান্তি বজায় রাখবে।” আপনাদের জানিয়ে রাখি চীন এই পরীক্ষণ ২০১৭ সালে করেছিল। ওই পরীক্ষণে চীনের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল একটি খারাপ কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের এই সফল পরীক্ষণ কোন দেশের বিরুদ্ধে ব্যাবহার করা হবেনা। আমাদের লক্ষ্য শান্তি বজায় রাখার। আমরা নিজদের আত্মরক্ষার জন্য এই মিশন সম্পূর্ণ করেছি। উনি বলেন, ভারত এই পরীক্ষা করে কোন আন্তর্জাতিক আইন অথবা চুক্তির লঙ্ঘন করেনি।