সীমান্ত লাগোয়া চিনের সাতটি সামরিক বিমানঘাঁটিতে যুদ্ধবিমানের গতিবিধি বেড়ে গিয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত।কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রসহ একাধিক সূত্র থেকে নজরদারি চালাচ্ছে ভারত।পূর্ব লাদাখে সীমান্তের কাছে সামরিক সমাবেশ ঘটানোর পাশাপাশি চিনের নজর উত্তর-পূর্ব রাজ্যগুলির উপর রয়েছে। পূর্ব লাদাখ ছাড়াও উত্তর-পূর্ব রাজ্য বিশেষ করে অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে চিনা বায়ুসেনার গতিবিধি বেড়ে গিয়েছে।এইসব সামরিক বিমানবন্দরগুলিতে বিমান অবতরণের এলাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি উন্নত মানের বাঙ্কার তৈরি করা হয়েছে এখানে। হেলিকপ্টার নেটওয়ার্ক সিস্টেম গড়ে তোলা হয়েছে।ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি জোরদার করানোর জন্য নিজেদের সার্ভিলেন্স প্রযুক্তিকে আপগ্রেড করেছে চিন। উল্লেখ করা যেতে পারে পূর্ব লাদাখে চিনকে টক্কর দেওয়ার জন্য সুখই ৩০ এম কে আই, মিগ ২৯, জাগুয়ার, মিরাজ ২০০০ মত যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত। পাল্টা উপগ্রহ সহ একাধিক উপায় নজরদারি চালাচ্ছে ভারত। নিজেদের হাতে রাফাল চলে আসায় ভারতীয় বায়ুসেনার শক্তি এখন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
2020-08-21