গত বেশ কয়েক মাস ধরে লাদাখ ঘিরে চলছে উত্তেজনা। তবে বর্তমান সময়ে ভারত-চিন উভয় পক্ষই উত্তেজনাপূর্ণ পরিবেশের অবসানের চেষ্টা করছে। কিন্তু তাতেও চলছে দড়ি টানাটানি। এক্ষেত্রেও শর্ত রাখছে চিন।
চিনের দাবি, পূর্ব লাদাখের কোথাও থেকে চিনা সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার আগে ভারতকে প্যাংগং লেকের দক্ষিণের পাহাড়ের চুড়া থেকে সেনা সরাতে হবে।
উল্লেখ্য, এটিই সেই বিতর্কিত জায়গা, যা নিয়ে গত চার মাসে দুই পক্ষের মধ্যে একাধিকবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই মুহূর্তে ভারত চাইছে চিন তাঁদের সমস্ত সেনা সরিয়ে নিক। আর উলটে চিনের দাবি, ভারতকেই সরাতে হবে সেনা।
আরও পড়ুন – ২০৩০ এ হবে সর্বোচ্চ, জলবায়ু প্রসঙ্গে বড় ঘোষণা চিনা প্রেসিডেন্টের
সম্প্রতি ভারত ও চিনের কমান্ডারদের মধ্যে ষষ্ঠ রাউন্ড বৈঠক হয়ে গিয়েছে। দুই দেশের তরফে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দুই দেশই লাদাখের ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা পাঠানো থেকে বিরত থাকবে। পাশপাশি উত্তেজনা আরও কমাতে শীঘ্রই সপ্তম রাউন্ডের বৈঠক হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গ্যালভান উপত্যকায় সংঘর্ষের পরে ভারত সীমান্তে একাধিক ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ওই সংঘর্ষের সময় চিনা সেনা মধ্যযুগীয় কায়দায় লোহার তৈরি অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের আক্রমণ করেছিল। যার জেরে শহিদ হয়েছিল ২০ ভারতীয় জওয়ান।
অবশ্য বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লিও। সম্প্রতি হওয়া ভারত ও চিনের কমান্ডারদের মধ্যে ষষ্ঠ রাউন্ড বৈঠকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেহেতু চিন এই সমস্যার শুরু করেছিল, তাই তাঁদেরই প্রথম পেছনে যাওয়া উচিৎ। এর পরে ভারতও ফিরে আসবে।