ভারতের সীমান্তের কাছে সম্প্রতি আকাশপথে মহড়া (aerial exercise) চালিয়েছে চিন (China)। ভারতীয় জওয়ানদের নজরে পড়েছে চিনের বিমানবাহিনীর এই মহড়া। সরকারি সূত্রে খবর, পূর্ব লাদাখে (Eastern Ladakh) প্রায় ২০টিরও বেশি চিনা বিমান (fighter jets) আকাশপথে যুদ্ধের মহড়া দিয়েছে।
জানা গিয়েছে, চিনের যুদ্ধ বিমানগুলি তাৎপর্যপূর্ণভাবে সেই বিমানঘাঁটি থেকে অপারেশন চালিয়েছে যেখানে গত বছর তারা তাদের সেনাবাহিনী মোতায়েন করেছিল। এই অঞ্চলগুলিতে অস্তিত্ব জানান দিতে ভারতের তরফেও উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতও উত্তর সীমান্তে রাফালে জেটস সহ একাধিক যুদ্ধবিমান সক্রিয় রেখেছে। পূর্ব লাদাখে ভারতের যে জায়গাগুলিতে মিলাটারি এয়ারবেস রয়েছে সেগুলি হল- কাশগার (Kashgar), হোটন (Hotan) এবং নাগারি গুনসা (Ngari Gunsa)। এছাড়া শিগাটসে, লাসা গঙ্গকার, নিয়াচি এবং চামদো পাংটাতেও রয়েছে ভারতীয় সেনার ঘাঁটি। চিনেরা জিনজিয়াং (Xinjiang) ও তিব্বত স্বায়ত্তশাসিত সামরিক অঞ্চলে অবস্থিত ৭টি চিনা সামরিক ঘাঁটির উপর নজর রাখা হচ্ছে। এর জন্য উপগ্রহ চিত্র এবং অন্য একাধিক পথ অবলম্বন করা হয়েছে। ভারতীয় জওয়ানরাও তাঁদের বিমানঘাঁটিগুলিকে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রেখেছে।
ভারত ও চিনের দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশ লাদাখের প্যাংগং হ্রদের দুই প্রান্ত থেকে সেনা প্রত্য়াহার করে নিয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গত মাসের শেষের দিকেই খবর পাওয়া গিয়েছিল কৈলাস রেঞ্জের নিকটবর্তী ভারতীয় অবস্থানগুলির উপরে নজরদারি চালাচ্ছে চিন। তার জন্য তারা একটি আনম্যানড এরিয়াল ভেহিকল (Unmanned Aerial Vehicle- UAV) তৈরি করেছে। কৈলাস রেঞ্জের কাছাকাছিই এটি রাখা হয়েছে। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গড় গুনসায় এটি তার প্রথম মিশনও সম্পন্ন করে ফেলেছে। বিমানটি হাইলান এভিয়েশন টিমের (Hailan Aviation team) আওতায় রয়েছে। গোয়েন্দা সূত্রে এও খবর, UAV-কে বাগা টাউনশিপের ৪ হাজার ৭০০ মিচার থেকে যাত্রা শুরু করানো হয়। এটি কৈলাস রেঞ্জে টহল দেয় এবং তখনই অনুসন্ধানের কাজ সম্পন্ন করে।