ভারত-চিন (Indo-china)সীমান্তে যে সংঘাত চরমে তা স্পষ্ট। একাধিক সেনা শহিদ হয়েছেন। কয়েকজনকেও আটকও করে রাখে চিন। তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ঠিক কী পরিস্থিতি, তা নিয়ে উদ্বেগ রয়েছে গোটা দেশের।
এবার প্রকাশ্যে এসেছে এক চাঞ্চলক্য স্যাটেলাইট ইমেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেলি মেল’ ওই ইমেজ হাতে পেয়েছে। যা দেখিয়ে ওই সংবাদমাধ্যমের দাবি, গালওয়ানকে নিজেদের বলে দাবি করার জন্য চিন ইতিমধ্যেই ওই নদীর স্রোত ঘুরিয়ে দিয়েছে।
২০১০-এর ছবি বলছে গালওয়ান ভ্যালিতে কোনও রাস্তা ছিল না। ২০১৫-১৬ তে চিন আস্তে আস্তে রাস্তা নির্মাণ করতে শুরু করে। সেখানে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চিনের কোনও সেনা নেই। শুধু একটা ছোট ঘর আছে। ২০২০-র এপ্রিলে ওই এলাকায় সেনা ঢোকাতে শুরু করেছে চিন। নদীর ধার ধরে ঘাঁটি গাড়ছে চিনের সেনাবাহিনী।
অবসরপ্রাপ্ত কর্নেল বিনায়ক ভাট লিখেছেন, চিন যখন বুঝতে পারল যে নদীর ধারে বেশি সেনা মোতায়েন করা যাচ্ছে না, চিনের ইঞ্জিনিয়াররা তখন বুলডোজার দিয়ে এসে নদীর স্রোত ঘোরাতে শুরু রেছে।
চিনের ইঞ্জিনিয়াররা চেষ্টা করছে যাতে নদী কুপিয়ে আরও গভীর করতে, তাতে চওড়া অংশ কমে আসবে ও নদীর ধারে আরও বেশি সেনা মোতায়েন করা সম্ভব হবে। ইতিমধ্যেই গালোয়ানে ২৫ মাইল পর্যন্ত চিনের সেনা ঢুকে এসেছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
ইতিমধ্যেই
এনডিটিভির হাতে যে ছবি এসে পৌঁছেছে, তাতে স্পষ্ট দেখা গিয়েছে এলএসি নিয়ন্ত্রণরেখার ওপারে নিজেদের প্রান্তে কাজ চালাচ্ছে চিনা সেনা। নদীর জল নীল হলেও, কিছু অংশে কাদা রয়েছে, সেখানেই কাজ চালাচ্ছে সেনা। স্যাটেলাইট ইমেজ বলছে এটা স্পষ্ট যে কোনও নির্মাণ কাজ চলছে।
সেক্ষেত্রে গালওয়ান উপত্যকার এলএসি থেকে ২কিমি দূরে ভারতীয় ক্যাম্প দেখা গেলেও, চিনারা যে নদীর ওপর বোল্ডার ফেলছে, তা জানা যাচ্ছে। যে অংশে ভারতীয় সেনা ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সেই অংশ পুরোপুরি শুকনো। সূত্রের খবর ২৯শে মে থেকে এই কাজ চালাচ্ছে চিনা সেনা। এই তথ্যের সত্যতা যাচাই করতে এনডিটিভি ভারতে অবস্থিত চিনা দূতাবাসে এই ছবি ও রিপোর্ট নিয়ে যাওয়া হয়। তবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।