লাল কেল্লার মঞ্চ থেকে প্রতিরক্ষা বিষয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ভারতের তিন সেনাবাহিনীকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
‘চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)’ নিয়োগ করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ভাবনার ঐক্য দরকার। টুকরো টুকরো করে ভাবলে চলবে না। তাঁর কথায়, “চিফ অব ডিফেন্স স্টাফ নিয়োগের কথা ভেবেছি। আজ তা ঘোষণা করছি।” তিন বাহিনীর মধ্যে সমন্বয় করাই হবে একমাত্র কাজ।”
মোদী এ দিন বলেন, কার্গিল যুদ্ধের সময়েই এ কথা ভাবা হয়েছিল॥ কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। তাঁদের মধ্যে সমন্বয় জরুরি। তিন বাহিনীই দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। তাই এই তিন বাহিনীর মাথায় একজনের থাকা উচিত, যিনি সমন্বয় রক্ষা করে চলবেন।”
সম্প্রতি বালাকোট এয়ার স্ট্রাইকের সময়েও দেখা গিয়েছিল তিন বাহিনীর প্রধান একসঙ্গে বৈঠক করছেন। পদক্ষেপ ঠিক করছেন। নিয়ন্ত্রণ রেখা, আকাশপথ এবং উপকূল-সর্বত্র নিরাপত্তার নিশ্ছিদ্র বেষ্টনী তৈরি করছেন, যাতে বাইরের আঘাত না আসে। তাই তিন বাহিনীর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ন বলেই মত পর্যবেক্ষকদের।