প্রয়াত চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। সুলুর এয়ারবেস থেকে সেনা আধিকারিকদের নিয়ে ওড়ে হেলিকপ্টার। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস কলেজের দিকে যাচ্ছিল। নীলগিরি পার্বত্য অঞ্চেল ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ভেঙে পড়ে সেটি। ঘন জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে সেই বিমান।
দুর্ঘটনার খবর নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বায়ুসেনার তরফে। সূত্রের খবর, হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে গেলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সে ক্ষেত্রে কী ভাবে ওই কপ্টার এত নীচে নেমে এল, তা বোঝা যাচ্ছে না। সেনা আধিকারিকেরা মনে করছেন আবহাওয়াও হতে পারে কারণ। ওই অঞ্চলে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বায়ুসেনার তরফে।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হেলিকপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে বিপিন রাওয়াত সহ মোট ১৩ জনেরই মৃত্যু হয়েছে। আহত অবস্থায় দূর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওয়েলিংটন এয়ারবেসে নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসা করা হচ্ছিল। তবে শেষ রক্ষা করা যায়নি।