শনিবার প্রোবেশনে থাকা আইপিএস অফিসারদের সঙ্গে ভার্চুয়ালি মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের ব্যাচের উপর বিশেষ দায়িত্ব রয়েছে বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘এবছরের আইপিএস প্রবেশনারিরা ২৫ বছরের বিশেষ মিশনে রয়েছেন। দেশে পুলিশ সার্ভিসকে ২০৪৭ সালের মধ্যে বদলে পরিকাঠামোগত বদল আনার দায়িত্ব আপনাদের উপর। ২০৪৭ সালে আমাদের দেশের ১০০ বছর হতে হতে যাতে সামাজিকভাবে দায়বদ্ধতা বাড়ে পুলিশের।’
পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নতুন অফিসারদের মনে করিয়ে দেন যে পুলিশকে নিয়ে এখনও দেশের মানুষের মনে নেতিবাচক মনোভাব রয়েছে তিনি পরামর্শ দেন, এই নেতিবাচক ভাবমূর্তি বদল করতে হবে পুলিশ আধিকারিকদের। মোদী বলেন, ‘পুলিশের নেতিবাচক ভাবমূর্তি কিছুটা উন্নতি হয়েছে কোভিড সময়ে। তবে ফের একবার বিষয়টা সেখানেই গিয়ে ঠেকেছে যেখানে আগে ছিল।’
মানুষের বিশ্বাস অর্জন করতে আইপিএস-দের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদাহরণ দেন মোদী। এরপর বলেন, ‘গত ৭৫ বছর ধরে ভারত পুলিশ ট্রেনিংয়ের ক্ষেত্রে উন্নতি করতে চেয়েছে। এখন আমদের ভবিষ্যের পরিকাঠামো তৈরির দিকে নজর দিতে হবে।’
পাশাপাশি পুলিশ আধিকারিকদের ‘দেশ প্রথমে, সবসয় প্রথমে’-র মন্ত্র দেন মোদী। মোদী আধিকারিকদের বলেন, ‘সিস্টেম আপনাদের বদলাবে না আপনি সিস্টেমকে বদলাবেন তা নির্ধারণ করবে আপনার মানসিক শক্তি।’ এরপর অনের প্রোবেশনারি অফিসারের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলে তাদের শখ এবং আকাঙ্খার বিষয়ে জিজ্ঞেস করেন।