চাঁদের দ্বিতীয় কক্ষে প্রবেশ করতে সফল Chandrayaan-2. বুধবার এই খবর তুলে ধরে ইসরো৷ দুপুর ১২.৩০ থেকে ১.৩০ মিনিটের মধ্যে চন্দ্রযান-২ চাঁদের LBN#2-তে প্রবেশ করে৷ আগামী সাতদিন এই কক্ষে ঘুরবে চন্দ্রযান-২৷ এরপর ২৮ অগস্ট সে তৃতীয় কক্ষে প্রবেশ করবে৷
২০ অগস্ট অর্থাৎ মঙ্গলবার চাঁদের প্রথম কক্ষে প্রবেশ করেছিল চন্দ্রযান-২৷ এর গতি ঘন্টা ১০.৯৮কিমি থেকে কমিয়ে ১.৯৮ কিমি প্রতি সেকেন্ড করা হয়৷ এদিন চন্দ্রায়ন ২-এর লিকুউড ইঞ্জিন চাঁদের কক্ষপথে স্থাপন করা হয়৷ মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ সফল ভাবে চাঁদের কক্ষপথ ছোঁয় চন্দ্রায়ন ২৷
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে ইণ্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর পক্ষ থেকে চেয়ারম্যান কে শিবন জানান, গোটা প্রক্রিয়াটাই অত্যন্ত চ্যালেঞ্জিং৷ তবে ইসরো এবার সফল হবে৷
জুলাই মাসের ২২ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে যাত্রা করে৷ ২০শে অগাষ্ট চাঁদের মাটি ছোঁয়ার কথা চন্দ্রায়ন-২য়ের৷ এবার একেবারে অন্ধকার দিকটিতে চন্দ্রায়ন ২ নামবে৷ এই অংশটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩৭০ মাইল দূরে৷
বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই অংশটিতে যে পাথর রয়েছে তা প্রায় ৪বিলিয়ন বছরের পুরোনো৷ বিজ্ঞানীরা মনে করছেন, এখানেই ছিল এক বিশালকার সমুদ্র৷ সেই সমুদ্রের তরল পাথর জমাট বেঁধে চাঁদের মাটিতে এই পাথর জমেছে৷