এলএসিতে মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে আছে লাল ফৌজ। কিন্তু ভাড়ারে টান প্রায় পরিস্থিতির চাপের পড়ে এবার ভারত থেকে চাল কিনছে চিন।সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চাল রপ্তানি করে ভারত। আর সারা বিশ্বের সবচেয়ে বেশি চাল আমদানি করে চিন। গত তিরিশ বছরে ভারত থেকে চিন চাল কেনেনি। কিন্তু লাদাখ সংকটের মধ্যেই এবার ভারতের কাছ থেকে চাল কিনছে চিন।
প্রতিবছর চিন ৪০ লক্ষ টন চাল আমদানি করে। এই প্রথম ভারতের কাছ থেকে চিন চাল কিনছে। ভারতের চালের গুনাগুন বিচার করে আগামী বছর তারা আরও বেশি পরিমাণে চাল অর্ডার দিতে পারে। সূত্রের খবর এবছর ভারতের কাছ থেকে ১ লক্ষ টন চাল কিনছে চিন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাহাজে করে ওই চাল চিনে পাঠানো হবে। প্রতি টনের এর দাম নেওয়া হবে ৩০০ ডলার।
চিন সাধারণত থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এবং পাকিস্তানের কাছ থেকে চাল কেনে। কিন্তু চলতি বছর এই দেশগুলিতে কম চাল উৎপাদিত হয়েছে। তাই প্রতি টনে অন্তত ৩০ ডলার বেশি দাম করেছে তারা। ফলে ভারতের দ্বারস্থ হয়েছে চিন।
এদিকে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরেনি লাল ফৌজ। ইতিমধ্যেই লালফৌজের জন্য শীতপোশাক পাঠিয়েছে চিন। চীনের সেনা যে লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরবে না তা আগেই স্পষ্ট বুঝে গিয়েছিল ভারত। তাই আগে থেকেই শীতের জন্য রণকৌশল ঠিক হয়ে গেছে। মাইনাস ৪০ ডিগ্রি ঠান্ডাতে দাঁড়িয়ে সেনা সীমান্ত পাহাড়ার কাজ করার প্রস্তুতি নিয়েছে ও শুরুও করেছে।