ইয়াস চলে গেলেও তার তাণ্ডবের চিহ্ন এখনও অব্যাহত। ইয়াসের তাণ্ডব দেখা গিয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। যার ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও ঠিক হয়নি। এবার সেই এলাকা পরিদর্শনের জন্য ফের রবিবার রাজ্যে আসছে সাত সদস্যের কেন্দ্রীয় দল। এই সাত সদস্যের নেতৃত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক যুগ্ম সচিব। সঙ্গে থাকবেন কৃষি এবং খাদ্য দপ্তরের আধিকারিকর। রবিবার এসে নিয়ে বুধবার পর্যন্ত থাকবেন এই দল, রাজ্য পরিদর্শন করে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা। দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ ইয়াস-বিধ্বস্ত এলাকাগুলি খতিয়ে দেখবে এই দল। মঙ্গলবার এই দল রাজ্য সরকারের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন।
সূত্রের খবর, সাত সদস্যের এই কেন্দ্রীয় দলটি দু’ভাগে ভাগ হয়ে রাজ্য পরিদর্শন করবেন। একটি দল দক্ষিণ ২৪ পরগনা যাবে এবং অন্য দলটি পূর্ব মেদিনীপুরে যাবে বলে জানা গিয়েছে। এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে, রিপোর্ট করবেন তাঁরা। তারপর রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দিল্লিতে রিপোর্ট জমা দেবেন।