‘ইয়াস’ রিভিউ মিটিংয়ে মমতা ব্যানার্জীর অনুপস্থিত থাকা নিয়ে টানাপোড়েনের মাঝেই রাজ্যের মুখ্যসচিবের বদিলর নির্দেশ দিল কেন্দ্র
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রিয় সরকারের কাজে নিযুক্ত করে নুতন দিল্লিতে সোমবার সকাল ১০ টা নাগাদ DoPT, নর্থ ব্লকে উপস্থিত থাকতে বলেছে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তৎক্ষণাৎ তার পদ থেকে নিবৃত্তি দিতে।
গতকাল রাজ্য সরকারকে পার্সোনাল মিনিস্ট্রির করা একটি চিঠিতে ক্যাবিনেটের অ্যাপয়েনমেন্টস কমিটির অনুমোদনে আলাপন বন্দ্যোপাধ্যায়কে Indian Administrative Service ( cadre) এর নিয়ম ৬(১) অনুযায়ী তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারের কাজে নিযুক্ত করেছে।
গত সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানান আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ৩ মাস বাড়িয়েছে কেন্দ্র। মে মাসের ১২ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে করা একটি চিঠিতে রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাস বাড়ানোর আবেদন করেছিলেন।
আলাপন বন্দ্যোপাধ্যায়, ১৯৮৭ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস, আগামী ৩১ সে মে ৬০ বছর সম্পুর্ন হওয়াতে অবসরপ্রাপ্ত হতেন কিন্তু কিছুদিন আগেই কেন্দ্র থেকে ৩ মাসের এক্সটেনশন দেওয়া হয়েছিল।
গতবছর সেপ্টেম্বর মাসে রাজীব সিনহার অবসরের পর আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব হয়েছিলেন।