নারদা কাণ্ডে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই৷ কিন্তু তাতে তারা বার বার বাধা পাচ্ছেন, অভিযোগ এমনটাই৷ এবার দিল্লির এইমস এর ডাক্তারদের দিয়ে ইকবাল আহমেদের মেডিক্যাল টেস্টের ভাবনা সিবিআইয়ের৷
সিবিআই সূত্রে খবর,তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ তার শারীরিক সমস্যার কথা বলে বার বার কন্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা দিচ্ছেন৷ এমনকি সিবিআই আধিকারিকরা দু’বার তার বাড়িতে গিয়েও কন্ঠস্বরের নমুনা সংগ্রহ না করেই ফিরে আসেন৷ তারপর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তার মেডিক্যাল টেস্ট করতে বলা হয়৷ কিন্তু হাসপাতাল তা করতে পারেনি৷ অন্যদিকে তৃণমূলের ওই বিধায়ক তার আইনজীবী মারফত চিঠি দিয়ে জানিয়েছেন,তিনি অসুস্থ তাই এই মূহুর্তে মেডিক্যাল টেস্টে যেতে পারবেন না৷
এরপরই নতুন পরিকল্পনা নিয়েছে সিবিআই৷ তারা দিল্লির এইমস এর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করছেন৷ যাতে তারা কলকাতায় এসে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের মেডিক্যাল টেস্ট করেন৷ তাহলেই পরিস্কার হয়ে যাবে সত্যিই তার শরীর খারাপ, না কন্ঠস্বরের নমুনা দেওয়া ক্ষেত্রে তিনি টালবাহানা করছেন৷ এছাড়া ইকবাল আহমেদকে নিয়ে কলকাতার সিবিআই আধিকারিকরা দিল্লির সদর দফতরেও একটি রিপোর্ট জমা দিয়েছেন৷
ইতিমধ্যেই ইকবাল আহমেদ ছাড়া বাকিদের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
এছাড়া নারদা কান্ডে বিজেপি নেতা মুকুল রায় ও আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করে সিবিআই। ধৃত মির্জাকে নিয়ে মুকুল রায়ের কলকাতার ফ্ল্যাটে চলে যায় সিবিআই এর একটি টিম। সেই টিমে ছিলেন নারদার তদন্তকারী অফিসার রনজিত কুমারসহ ১২ জন অফিসার । প্রায় ১ ঘন্টা সিবিআই অফিসাররা মুকুলের ফ্ল্যাটে ছিলেন।