ব্রেকিং: রোজভ্যালি-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের মুখোমুখি আইপিএস দময়ন্তী সেন

আইপিএস ওয়াকার রাজার পর এবার আইপিএস দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই৷

সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধানের পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷ সিবিআই-এর ওই টিমে ছিলেন এক মহিলা আধিকারিকও৷

আইপিএস দময়ন্তী সেন যখন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন, তখন তার কাছে রোজভ্যালি বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছিল৷ সেই বিষয় জানতেই এদিন কলকাতা পুলিশের বর্তমান অতিরিক্ত কমিশনার (৩)-কে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে সূত্রের খবর৷

কিছুদিন আগেই সারদা ও রোজভ্যালিকাণ্ডে দুই আইপিএস অফিসার দময়ন্তী সেন ও ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল৷ এছাড়া রাজ্য পুলিশের আরও ৭ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই৷ মোট ৯ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের ডিজিকে৷

উল্লেখ্য, গত সোমবারই রোজভ্যালি তদন্তে ডিসি বন্দর ওয়াকার রাজাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ সেদিন সে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিয়েছিল৷ তার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু এদিন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) দময়ন্তী সেনকে তার পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা৷ সিবিআই-এর ওই টিমে ছিলেন এক মহিলা আধিকারিকও৷

দময়ন্তী সেন ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন। সে সময়ই রোজভ্যালি সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়ে তাঁর কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনি তদন্তে নামেন৷ এবং রোজভ্যালি সম্পর্কে তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন সেবিকে রিপোর্ট দিয়েছিলেন৷ সেই রিপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই৷ এমনটাই সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.