কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামণ সিবিআই-এর ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতাকে ঘিরে প্রশ্ন তুলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য ছিল, সিবিআই কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারছে? না কি কেন্দ্রের ক্ষমতাসীন দলের দ্বারা তারাও প্রভাবিত হচ্ছে? এরপর এই বিষয়টিকে ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়। এবারে রবিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এর পাল্টা মন্তব্য করলেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, ‘সিবিআই এখন আর খাঁচায় বন্দি তোতা পাখি নয়। তারা এখন দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা হিসেবে নিজেদের যাবতীয় দায়িত্ব পালন করে আসছে।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বিস্তারিতভাবে বলেন, ”সম্প্রতি, দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সিবিআইয়ের তদন্ত ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনেছি ও চিন্তাভাবনা করেছি। একটা সময় ছিল যখন কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা ব্যক্তিরাই অনেক সময় তদন্তে সমস্যা সৃষ্টি করতেন। তবে সিবিআই আর খাঁচা বন্দি তোতাপাখি নেই। তারা দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা হিসাবে যথাযথভাবেই নিজেদের দায়িত্ব পালন করছেন। আগে তদন্ত করতে গিয়ে কিছু অফিসার যে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন, তা এখন আর নেই।”
অন্যদিকে, সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের প্রথম কনফারেন্সের মঞ্চ থেকে কিরণ বলেন, ”আমার স্পষ্ট মনে আছে, একটা সময় ছিল যখন সরকারের গদিতে বসা মানুষেরাই তদন্তের বাধা হয়ে দাঁড়াতেন। কিন্তু আজ প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতি দমনে শীর্ষ ভূমিকা পালন করছেন। যখন ক্ষমতায় থাকা মানুষেরাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন, তখন তদন্তে কী সমস্যা হয়, তা আমি জানি। তদন্তে তাদের সহযোগিতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে…সিবিআইয়ের জন্যও তদন্ত করা কঠিন হয়ে ওঠে। বিচার ব্যবস্থা থেকেও অতীতে আমরা বেশ কিছু তিক্ত মন্তব্য শুনেছি, কিন্তু সেই সময় আমরা অনেক আগে পেরিয়ে এসেছি।”