রোলস রয়েসের বিরুদ্ধে মামলা করল সিবিআই, অভিযোগ দুর্নীতির

পাঁচ বছর আগে প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি লিখে একজন অভিযোগ করেছিলেন, লন্ডনের রোলস রয়েস কোম্পানি রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল, ওএনজিসি এবং গেইলের কন্ট্রাক্ট পাওয়ার জন্য এজেন্ট নিয়োগ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক চিঠিটি সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন তদন্ত চালিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন, রোলস রয়েস কোম্পানি সিঙ্গাপুরের ব্যবসায়ী অশোক পাটনি ও তাঁর কোম্পানি অ্যাশমোর প্রাইভেট লিমিটেডকে এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল। সেই এজেন্ট রোলস রয়েসকে রাষ্ট্রায়ত্ত সংস্থার কন্ট্রাক্ট পাইয়ে দিত। বিনিময়ে তারা পেত মোটা কমিশন।

অভিযোগ, ২০০০ থেকে ২০১৩ সালের মধ্যে হ্যালের সঙ্গে ৪৭০০ কোটি টাকার ব্যবসা করেছে রোলস রয়েস। অশোক পাটনিকে ‘বাণিজ্যিক উপদেষ্টা’ হিসাবে দেওয়া হয়েছে ১৮ কোটি টাকা। তিনি ২০০৭ থেকে ‘১১ সালের মধ্যে হ্যালের ১০০ টি অর্ডার পাইয়ে দিয়েছিলেন রোলস রয়েসকে। একইসঙ্গে ওএনজিসি ও গেইলের নানা অর্ডারও পাইয়ে দিয়েছিলেন। ওএনজিসি ও গেইল অবশ্য এজেন্টের পরিষেবা নিতে আপত্তি করে না। কিন্তু সেক্ষেত্রে কোনও সংস্থাকে কন্ট্রাক্ট দেওয়ার আগে এজেন্টের নাম জানাতে হয়। কিন্তু রোলস রয়েস তা জানায়নি। এভাবে লন্ডনের ওই সংস্থা বিধিভঙ্গ করেছে।

অভিযোগ, অশোক পাটনির মাধ্যমে ২০০৭ থেকে ‘১১ –র মধ্যে ওএনজিসি-র ৭৩ টি পারচেজ অর্ডার পায় রোলস রয়েস। কিন্তু তারা এজেন্ট হিসাবে অশোক পাটনির নাম জানায় ২০১৩ সালে। ২০০৭ থেকে ‘১০-এর মধ্যে গেইলের ৬৮ টি পারচেজ অর্ডার পায় রোলস রয়েস। সেজন্য তারা এজেন্টকে দেয় ১০ লক্ষ ব্রিটিশ পাউন্ড।

সিবিআই জানাচ্ছে, রোলস রয়েস পরে পাটনির আরও দু’টি কোম্পানি টার্বোটেক এনার্জি সার্ভিসেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড ও ইনফিনিটির সঙ্গে চুক্তি করে। তাদের বিশেষ কমিশনও দেওয়া হয়। কিন্তু সেকথা গোপন রাখা হয়েছিল। ২০০৭ থেকে ‘১১-র মধ্যে গেইলের অর্ডার পাওয়ার জন্য রোলস রয়েস কমিশন দিয়েছে ২৮ কোটি ৯ লক্ষ টাকা।

রোলস রয়েস ও অশোক পাটনির কয়েকটি সংস্থা বাদে হ্যাল, ওএনজিসি এবং গেইলের কয়েকজন অজ্ঞাতপরিচয় অফিসারের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অপরাধজনক ষড়যন্ত্র ও ঘুষ খাওয়ার অভিযোগ আছে।

অভিযোগ, রোলস রয়েস এবং তার ভারতীয় সাব সিডিয়ারি রোলস রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হ্যালের কন্ট্রাক্ট পাওয়ার জন্য ভুল তথ্য দিয়েছে। যা ওই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ঠকানোর শামিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.