মেঙ্গালুরু বিস্ফোরণের মূল পান্ডা গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ শরিক। পুলিশকে বিভ্রান্ত করতে বিস্ফোরণস্থলে এক হিন্দু ব্যক্তির আধার কার্ড রেখে এসেছিল সে। প্রসঙ্গত, এর আগেও সন্ত্রাসবাদী হামলায় যুক্ত ছিল মহম্মদ শরিক। বেশ কিছুদিন জেলও খাটতে হয় তাকে।
জানা গিয়েছে, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া আধার কার্ডে নাম রয়েছে প্রেমরাজ হুতগি নামের এক ব্যক্তির। তিনি কর্ণাটকের বাসিন্দা। চাকরি করেন রেলে। তাঁর দাবি, গত দু’ বছরে তিনি দু’ বার আধার কার্ড হারিয়েছেন। যদিও ঠিক কোথায় তা হারিয়েছিল তা তাঁর জানা নেই।
তাঁর এই বিস্ফোরণের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি প্রেমরাজের। তিনি বলছেন, ‘আমার সঙ্গে এই ঘটনার কোনও রকম যোগ নেই। পুলিশ জানানোর পরই আমি বিস্ফোরণ সম্পর্কে জেনেছি। ওঁরাই আমায় বলেন, ওখানে আমার আধার কার্ড পাওয়া গিয়েছে। আমার আধার কার্ড আমি হারিয়েছি সেটা সত্যি। কিন্তু মেঙ্গালুরুতে তা হারায়নি’। তাঁর বক্তব্য, তিনি ভাবতেও পারেননি হারানো কার্ডটি এমনভাবে অপব্যবহার করা হবে।
শনিবার ম্যাঙ্গালুরুর এক চলন্ত অটোতে আচমকা বিস্ফোরণ হয়। চলতি বছরের সেপ্টেম্বরে পুলিশ ভদ্রাবতী থেকে মাজ ও ইয়াসিন নামে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বিস্ফোরক। পুলিশের অনুমান যে এই দুই অভিযুক্ত ম্যাঙ্গালুরু বিস্ফোরণের মূল অভিযুক্ত মহম্মদ শারিকের হয়ে কাজ করত। এই সূত্র ধরেই পুলিশ পৌঁছয় শরিকের কাছে।