গত বছর ৫ অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করে সেখানকার প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি-সহ উপত্যকার বহু রাজনীতিককে বন্দি করা হয়েছিল। ফারুক, ওমর-সহ অনেকেই ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন, কিন্তু এখনও বন্দি করে রাখা হয়েছে মেহবুবা মুফতিকে। এক বছরেরও বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। মায়ের মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইলতিজা। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, চিরদিন কাউকে বন্দি করে রাখা যায় না। মেহবুবা মুফতিকে আর কত দিন এ ভাবে বন্দি করে রাখা হবে, কেন্দ্রীয় সরকারের কাছে তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত।
মঙ্গলবার সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ‘কতদিন এবং কোন আদেশের ভিত্তিতে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে বন্দি রাখতে চাইছে কেন্দ্র। চিরকাল এভাবে আটকে রাখা যেতে পারে না।’ মেহবুবা মুফতির মেয়ে ইলতিজার আবেদনের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহের মধ্যে সলিসিটর জেনারেলকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিন ইলতিজা এবং তাঁর ভাইকে বন্দি অবস্থাতেই মেহবুবা মুফতির সঙ্গে দেখা করারও অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের কাছে সময় চেয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে আদালতকে জানানো হবে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৫ অক্টোবর। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, দলীয় সভায় অংশ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
2020-09-30