নামাবিয়া থেকে মোট ৮টি চিতা আনিয়ে মধ্যপ্রদেশের কুনো পালপুর অভয়ারণ্যে ছাড়া হয়। এটি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেই। এই সময়ে প্রধানমন্ত্রী নিকনের ক্যামেরা দিয়ে একটি ছবিও তোলেন। সেই প্রধানমন্ত্রীর সেই ফটো তোলার দৃশ্যকে কেন্দ্র করেই এবার শুরু হয়েছে বিতর্ক।
চলতি সপ্তাহে শনিবারে বিকেলে কংগ্রেসের তরফে একটি ফটো পোস্ট করা হয়েছে। সেই ফটোটি পোস্ট করেছে মূলত কংগ্রেসের দমন ও দিউ শাখার তরফে। ফটোটি পোস্ট করে শাখাটির তরফে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দাবি করা হয়েছে যে, “লেন্স কভার না সরিয়েই ফটোগ্রাফি… এমনটা কে করে!”
এই দাবি ভাইরাল হতেই, পাল্টা জবাব দিতে ময়দানে নেমে ‘সোশ্যাল তামাশা’ নামক একটি টুইটার হ্যান্ডেল। দুটি ছবি পাশাপাশি রেখে ফটোশপ করা হয়েছে এমন দাবি করে টুইটার হ্যান্ডেলের তরফে বলা হয়, “মোদী বিরোধিতা করে আর কত নিচে নামবে কংগ্রেস? ফটোশপ করার সময় অন্তত এটা তো খেয়াল রাখা উচিত ছিল যে ঢাকনাটা যেন নিকনের হয়”।