শেখর গুপ্তা একটা নতুন ইস্যু পেয়েছেন l সেটা হল নীতি অযোগের রিপোর্ট অনুযায়ী নাকি পশ্চিমবঙ্গের চেয়ে গুজরাট পিছিয়ে l বহু ধরনের সূচক ব্যাবহার করেছেন l তার মধ্যে একটা শুনলাম দারিদ্র নাকি ১১% l যে রাজ্যে সরকার দাবী করে ৮ কোটি লোক নাকি রেশনে ২ টাকার চাল খায় এবং আড়াই কোটি অর্থাৎ ২৫% লোক ১০০ দিনের কাজ করে, সেখানে ১১ % মানুষ কিভাবে গরীব হয়? বড়লোকরা কি এই রাজ্যে ১০০ দিনের কাজ করে?এই ভুল তথ্য যদি নীতি আয়োগকে দেয়া হয়, সমাধান কিভাবে আসবে? ডাক্তার জিজ্ঞাসা করল, আপনার হাঁপানি আছে l আপনি বললেন নেই l সেই অনুযায়ী অসুধ দিলে তো রোগী এমনিতেই দম আটকে মরবে?

আরেকটা জিনিস পরিষ্কার করা দরকার l পশ্চিমবঙ্গ থেকে যে লক্ষ লক্ষ লোক বাইরে গিয়ে চাকরি করছে, সেটাকে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা বলা হবে না কেন? এখানে চাষী থেকে IIম স্নাতক করো চাকরি নেই l সবাই চুপ করে রাজ্য ছাড়ছে l রাজ্য দেখাচ্ছে কোন বেকার নেই l এটা কি সঠিক তথ্য হল? থার্মডিনামিক্স এর ভাষায় আমাদের সিস্টেম একটা আইসোথার্মাল l এটাকে অ্যাডায়াবেটিক করে দিন না? যে গুজরাট, দিল্লীকে আপনারা ঘৃণা করেন, নিয়ম হোক সেখানে কাল কোন বাঙালী নতুন করে যাবে না এবং সেখানকার কোন গুজরাটি পশ্চিমবঙ্গে আসবে না l এবার হিসাব করুন, কার কত দারিদ্র, কার কত বেকারত্ব l অথবা, যারা যারা রাজ্য ছেড়েছে তাঁদের সংখ্যাকে এই রাজ্যের বেকারের সংখ্যা হিসেবে গন্য হোক l নইলে আসল তথ্য জানবো কিভাবে?

এবার আসি স্বাস্থ্য ব্যাবস্থায় l কত জন গুজরাটি দক্ষিনে ডাক্তার দেখাতে যায় আর কত জন বাঙালী l আপনার ডাক্তারের কাছে আপনার জনতা চোখ দেখাতে যায় না, আর আপনি বলছেন আপনার স্বাস্থ্য ব্যাবস্থা এগিয়ে? আপনার ভাইপো পর্যন্ত আমেরিকায় যাচ্ছে?

নীতি আযোগের স্বাধীন ভাবে তথ্য সংগ্রহ করা উচিৎ l কারণ মিথ্যা কথায় আমরা এক নম্বরে l আগামী বছর কৃষি এবং শিল্পেও হয়ত পশ্চিমবঙ্গ এক নম্বরে চলে যাবে l যে বিশ্ববিদ্যালয়ে দুপুর ২ টার আগে কোন শিক্ষক পাওয়া যায় না এবং সন্ধ্যাবেলা শিক্ষকরা টিভি চ্যানেল আলোকিত করতে যান, তারা কিভাবে প্রথম দশে আসছে সেটাও তদন্ত করা দরকার l

আবার বলছি, রক্ত পরীক্ষায় যদি দেখা যায় রক্তে শর্করা বেশী, ডাক্তারকে খুলে বলতে হবে l নইলে বিপদ আপনার l ডাক্তারের নয় l

সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.