ট্রিপল তালাক বিল থেকে সিএএ মোদি সরকারের যুগান্তকারী বিলগুলি নিয়ে বিতর্কের মাঝেই আবারও একটি পুরোনো বিলকে সংশোধনে সম্মতি দিল মোদি সরকার | ক্যাবিনেটে পাশ করা হল মেডিক্যাল অ্যাবরশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২০ |
এই বিলের সংশোধনে বৈধ গর্ভপাতের মেয়াদ বাড়িয়ে ২০সপ্তাহ থেকে করা হল ২৪সপ্তাহ |
এই কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর এই তথ্য দিয়ে বলেন | আগামী সংসদ অধিবেশনে এই বিল পেশ হতে চলেছে বলে জানান মন্ত্রী |
এর কারণ হিসেবে বলা হয়, অনেক সময় দেখা যায় ২০সপ্তাহে গর্ভপাতের সময় প্রসূতির মৃত্যু হয় | সেই হার ২৪সপ্তাহ খানিকটা কম হবে বলে ডাক্তারদের মত |
তাই মৃত্যুর ঝুঁকি কমাতে এই বিল আনতে চায় মোদি সরকার | প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া এই আইনটি ১৯৭১সালে পাশ হওয়া একটি পুরোনো আইন | সময় বদলানোর পাশাপাশি আইন পরিবর্তনও প্রয়োজন ছিল বলে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার |