বৈধ গর্ভপাতের সময়সীমা বেড়ে ২০ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহ করার প্রস্তাব গৃহীত কেন্দ্রীয় ক্যাবিনেটে

ট্রিপল তালাক বিল থেকে সিএএ মোদি সরকারের যুগান্তকারী বিলগুলি নিয়ে বিতর্কের মাঝেই আবারও একটি পুরোনো বিলকে সংশোধনে সম্মতি দিল মোদি সরকার | ক্যাবিনেটে পাশ করা হল মেডিক্যাল অ্যাবরশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২০ |

এই বিলের সংশোধনে বৈধ গর্ভপাতের মেয়াদ বাড়িয়ে ২০সপ্তাহ থেকে করা হল ২৪সপ্তাহ |

এই কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেরকর এই তথ্য দিয়ে বলেন | আগামী সংসদ অধিবেশনে এই বিল পেশ হতে চলেছে বলে জানান মন্ত্রী |

এর কারণ হিসেবে বলা হয়, অনেক সময় দেখা যায় ২০সপ্তাহে গর্ভপাতের সময় প্রসূতির মৃত্যু হয় | সেই হার ২৪সপ্তাহ খানিকটা কম হবে বলে ডাক্তারদের মত |

তাই মৃত্যুর ঝুঁকি কমাতে এই বিল আনতে চায় মোদি সরকার | প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া বৈঠকে নেওয়া এই আইনটি ১৯৭১সালে পাশ হওয়া একটি পুরোনো আইন | সময় বদলানোর পাশাপাশি আইন পরিবর্তনও প্রয়োজন ছিল বলে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.