ঐতিহাসিক রামচন্দ্র গুহ গাঁধি পরিবারের সমালোচনা করে ইতিমধ্যেই চেনা মাঠে অচেনা খেলেছেন, এবার তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন বিশিষ্ট আইনজীবী, কংগ্রেস নেতা, প্রাক্তন আইন মন্ত্রী কপিল সিব্বাল। অবশ্য কপিল যা বলেছেন তা সংবিধানেরই কথা, উল্লেখযোগ্য বিষয় এই যে তিনি সেটি প্রকাশ্যে বলেছেন।
সাহিত্য সভায় সিব্বাল বলেছেন, কোনও রাজ্যেরই অধিকার নেই সিএএ চালু না করার। সংবিধান সে অধিকার রাজ্যগুলোকে দেয় নি। বিধানসভায় বিরুদ্ধ প্রস্তাব পাস করতে পারে, কেন্দ্রীয় সরকারের কাছে আইন বাতিলের আবেদন করতে পারে, কিন্তু ওই পর্যন্তই। পশ্চিমবঙ্গ,কেরল,পাঞ্জাব মুখে যতই বলুক রাজ্যে সিএএ জারি করতে দেবে না, তা যে কেবলমাত্র মানুষকে ভুল বোঝানো রাজনীতি, তা এদিন আরও একবার স্পষ্ট হয়ে গেছে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার মন্তব্যে।