দেশের বাম মতাদর্শকে কাঁটায় কাঁটায় টক্কর দিতে বেশি করে নীতিগত এবং বৌদ্ধিক অবস্থান স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিশিষ্ট সংঘ নেতা এবং দক্ষিণপন্থী বুদ্ধিজীবী পি পরমেশ্বরনের স্মরণসভায় এসে এমনটাই মন্তব্য করলেন সংঘের ঘরের লোক বলে পরিচিত এবং বিজেপি (BJP) সভাপতি এই নেতা ।
তার মতে পরমেশ্বরনের মত সংঘের একনিষ্ঠ কর্মীদের জীবন অনেকটা খোলা বইয়ের মত। তারাই প্রকৃতপক্ষে সাংস্কৃতিক জাতিয়তাবাদ এবং অন্ত্যদয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন সংগঠনকে। কেরলের প্রাক্তন এই সঙ্ঘনেতার স্মরণসভায় এসে তাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সংঘের সমস্ত কর্মী-সমর্থকদের এগিয়ে আস্তে হবে বলে মত প্রকাশ করেন অমিত শাহ (Amit Shah) ।
রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকা বামপন্থীদের সঙ্গে আগামী দিনে টক্কর দিতে হলে নীতিগতভাবে এবং বৌদ্ধিকভাবে গোটা সংঘ পরিবারকে আরো এগিয়ে থাকতে হবে মনে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।