নদিয়ার করিমপুর আসনে বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে মাটিতে ফেলে মারধর করল দুষ্কৃতীরা। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিপুলখোলা এলাকায় রাস্তায় ফেলে মারধর করা হয় এমনকি একটি ঝোপে তাঁকে ফেলে দিয়ে পদাঘাত করতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। সেখানে ছিলেন নিরাপত্তাকর্মীরা। এব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপিপ্রার্থী।
তাঁকে নিগ্রহের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
ভোট শুরু হতে না হয়েই সাময়িক ভাবে উত্তপ্ত হয় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর। এখানে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে বুথে ঢুকতে বাধা দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই তিনি বিভিন্ন বুথে ঘুরছিলেন।
ঘণ্টাখানেক পরে বিজেপিপ্রার্থীকে একটি বুথ থেকে বার করে দেন আধাসেনা কর্মীরা। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও বিজেপি প্রার্থীকে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগকে স্রেফ নাটক বলে অভিযোগ করেছেন তৃণমূলপ্রার্থী বিমলেন্দু সিংহরায়।
এই বিধানসভা কেন্দ্রের অধীনে পিপুলখোলা স্কুলের বুথেও অশান্তি হয়। এখানে একটি জমায়েত হচ্ছিল, পুলিশ তা সরিয়ে দেয়। এদিন সাহেবপাড়ায় বিজেপিপ্রার্থীকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস। তাদের স্লোগান দিতে শোনা যায় যে ‘এখানে সাম্প্রদায়িক শক্তির কোনও স্থান নেই।’