বালুরঘাট থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার চন্দন কাঠ ও গাঁজা। বিএসএফ-এর দৌলতে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে যে, লক্ষাধিক টাকার চন্দন কাঠ ও গাঁজা বাংলাদেশে পাচার করার চেষ্টা চলছিল। ভোররাতে বিএসএফ পাচারকারীদের তাড়া করে এবং চন্দন ও গাঁজা উদ্ধার করার চেষ্টা করে। এইসবের মাঝে যদিও পাচারকারীরা পালিয়ে যায়, তবে চন্দন ও গাঁজা অবশেষে বিএসএফ-এর হাতে এসে ধরা দেয়।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোররাতে। ওই সময়ে পাচারকারীদের ধরার জন্য উদ্যত হয়েছিল বিএসএফ-এর ১৩৭ নং ব্যাটালিয়ন। গোপন সূত্রে খবর পেয়ে, তাঁরা ধাওয়া করতে যায় পাচাকারীদের। অবশেষে, পাচারকারীদের ধরতে না পারলেও প্রায় ৪৭ কেজি ৫০০ গ্রাম ওজনের চন্দন কাঠ উদ্ধার করে। এই পরিমাণ চন্দন কাঠের বাজারমূল্য ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। জানা গেছে, বিএসএফ এই উদ্ধার হওয়া কাঠ বনদফতরের হাতে তুলে দেবে বলে ঠিক করেছে।
রবিবারে বিএসএফ-এর হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা। এদিন সকালে বিএসএফ-এর ১৩৭ নং ব্যাটালিয়ন ১০ কিলো গাঁজা উদ্ধার করে বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া এলাকা থেকে। উল্লেখ্য, উদ্ধার হওয়া এই ১০ কিলো গাঁজার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। যদিও, এই ঘটনাতেও অভিযুক্তরা অধরা। জানা গেছে, বিএসএফ উদ্ধার হওয়া গাঁজা ইতিমধ্যে বালুরঘাট পুলিশের হাতে তুলে দিয়েছে।
2022-03-28