বেঙ্গালুরু: আস্থাভোটে জয়ী হলেন বিজেপির ইয়েদুরাপ্পা। সোমবার কর্ণাটক বিধানসভায় সেই আস্থাভোট হয়। তাতেই জয়ী হন নয়া মুখ্যমন্ত্রী।
শনিবার কর্ণাটকের স্পিকার দলত্যাগ বিরোধী আইনে ১৪ বিদ্রোহী বিধায়কদের বিধায়ক পদ বাতিল করেন। এর আগে আরও ৩ জনের বিধায়ক পদ খারিজ করে দিয়েছেন তিনি। যার ফলে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা আরও সহজ হয় বিজেপির পক্ষে।
উল্লেখ্য, বিধায়ক পদ খারিজ হওয়া ওই ১৭ জন আগামী চার বছরে ভোটে লড়তে পারবেন না। এর জন্য স্পিকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন কংগ্রেস-জেডিএস নেতারা। স্পিকারের এই সিদ্ধান্ত দেশের কাছে দৃষ্টান্ত তৈরি হল বলে মনে করছেন জেডিএস নেতারা।
আস্থাভোটে জিতে বিরোধীদেরও বার্তা দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, ”আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। ভুলে যাওয়া ও ক্ষমা করে দেওয়াই আমার নীতি।”
আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস বিধায়ক কুমারস্বামী ইয়েদুরাপ্পার উদ্দেশে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এমনকি নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডার জন্যও নয়। তিনি এ দিন বিজেপিকে আশ্বাস এবং কটাক্ষ করে বলেন, ‘আপনাদের হাতে ১০৫ বিধায়ক ১০০ কমানোর চেষ্টা আমরা করবো না। মানুষের স্বার্থে আপনাদের সহযোগিতা করব।’