রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এখনও সমানতালে চলছে। তার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন। জানা গিয়েছে, বরিস জনসনের ভারতে আসার মূল উদ্দেশ্য হল, ভারতের সঙ্গে পাকাপাকিভাবে পাঁচ কোটি পাউন্ডের বাণিজ্য চুক্তি করা। এমনই খবর পাওয়া গিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ সূত্র মারফত।
আরও জানা গিয়েছে যে, দুই দেশের মধ্যে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ও ইন্দো প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বাণিজ্যিক চুক্তি সংক্রান্ত আলোচনা হতে পারে। জানা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারত সফর শুরু করবেন আমেদাবাদ থেকে। প্রসঙ্গত, বরিস জনসনের এটাই প্রথম ভারত সফর হতে চলেছে। এই সফরে তিনি দেখা করবেন দেশের বেশ কিছু প্রথম সারির ব্যবসায়ীদের সঙ্গে। পাশাপাশি, ভারত ও ব্রিটেনের সমৃদ্ধশালী বাণিজ্য এবং জনগণের সংযোগ বিস্তারকে ঘিরে যাবতীয় আলোচনা করবেন।
এইসব কিছুর পাশাপাশি বরিস জনসন প্রথমবারের মতো গুজরাত সফরও করবেন। সফর শুরু করার আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ”যেহেতু আমরা স্বৈরাচারী রাষ্ট্রগুলির থেকে আমাদের শান্তি ও সমৃদ্ধির হুমকি আসে সেই কারণে গণতন্ত্র এবং বন্ধুদের সঙ্গে থাকা অত্যাবশ্যক ৷ ভারত একটি প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে একটি অত্যন্ত মূল্যবান এই অনিশ্চিত সময়ে যুক্তরাজ্যের জন্য কৌশলগত অংশীদার।”
2022-04-19