২৭ বছর পর গণতন্ত্র দিবসে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী আসতে চলেছেন ভারতে

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Borish Jhonson) আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অবসরে ভারতের প্রধান অতিথি হতে চলেছে। এই কথা ব্রিটেনের বিদেশ মন্ত্রী ডমিনিক রব জানান। ভারত যাত্রায় আসা ব্রিটেনের বিদেশ মন্ত্রী বলেন, প্রজাতন্ত্র দিবসের অবসরে প্রধানমন্ত্রী জনসন ভারতে আসবেন। জানিয়ে দিই, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিগত ২৭ বছরে রাজপথে গণতন্ত্র দিবসের প্যারেড দেখা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন বরিস জনসন। এর আগে ১৯৯৩ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মেজর ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ নভেম্বর ফোন করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ করেছিলেন। এরপর ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের ভারতের প্রধানমন্ত্রীকে আগামী বছর জি-৭ এর সন্মেলনে আমন্ত্রণ জানান। জানিয়ে দিই, আগামী বছর জি-৭ এর সন্মেলন ব্রিটেনে হতে চলেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবিত সফর ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে হচ্ছে বলেই জানা যাচ্ছে। ব্রিটেন ভারতের মতো শীর্ষস্থানীয় অর্থনৈতিক দেশের সাথে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছে। আশঙ্কা করা হচ্ছে যে কোনও বাণিজ্যিক চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসলে ব্রিটেনের অর্থনীতি অনেক ক্ষতি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.