সন্ত্রাসবাদ ইস্যুতে বিদেশের মাটিতে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ওসাকায় জি-২০ বৈঠকের মাঝে ব্রিকস ( BRICS ) গোষ্ঠীর দেশগুলির সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গ তোলেন মোদী।
তিনি বলেন, “সন্ত্রাসবাদ হল মনুষ্যজাতির সবচেয়ে বড় বিপদ। এটা শুধু নিরপরাধেরই ক্ষতি করে না, দেশের অর্থনৈতিক উন্নতি ও সামাজিক স্থায়িত্বেরও বিনাশ ঘটায়।” এই বৈঠকে উপস্থিত রাস্ট্রনেতাদের কাছে তিনি আর্জি জানান, আমাদের সকলের একসঙ্গে জোটবদ্ধ ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং যারা এদের মদত দেয় তাদেরকে থামানো। পাশপাশি তিনি ব্যবসা-বাণিজ্য, সংরক্ষণবাদ, অপ্রচলিত শক্তির ব্যবহার এবং বহুপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ব্রিকস গোষ্ঠীর মধ্যে রয়েছে পাঁচটি দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। এদিনের বৈঠকের মাঝে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জৈর বলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্যারিল রামপোসাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।