BREKING: ফের হাজারের বেশি মৃত্যু, দেশে মোট আক্রান্ত ৩৭ লক্ষের বেশি মানুষ

দেশে লাফিয়ে বাড়ছে করোনার প্রভাব। ২৪ ঘন্টায় ফের করোনা আক্রান্ত হলেন ৭৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হল ১০৪৫ জনের।

নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪-এ। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ১ হাজার ২৮২ টি। সুস্থ হয়ে উঠেছেন ২৯ লক্ষ ১ হাজার ৯০৯ জন। দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ৬৬ হাজার ৩৩৩।

একদিকে যেমন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তেমনই প্রতিদিনই এর গবেষণায় বেরোচ্ছে নতুন নতুন তথ্য। জানা যাচ্ছে, এই ভাইরাসের বহনকারীরা ৮০ শতাংশই অ্যাসিমপ্টোম্যাটিক। অর্থাৎ এদের মধ্যে ভাইরাসে সংক্রামিত হওয়ার কোনও লক্ষণ নেই, থাকলেও তা খুবই মৃদু।

অন্যদিকে গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস বারবার তার প্রকৃতি পরিবর্তন করে। যা যথেষ্ট উদ্বেগের বিষয়।যদি এই ভাইরাস এরপরেও তার রূপ পরিবর্তন করে খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কা তৈরি হয় যে, আবিষ্কৃত ভ্যাকসিন কতটা ফলদায়ক হবে। হতেই পারে কিছু ক্ষেত্রে কাজ করছে না ভ্যাকসিন।

অন্য একটি গবেষণা জানাচ্ছে, মহিলাদের থেকে পুরুষরাই এই ভাইরাসে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর নির্দিষ্ট কিছু কারণও তুলে ধরেছে গবেষণা। মহিলাদের থেকে বেশি হারে পুরুষরা মারা যাচ্ছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে।

এর পিছনে যেমন রয়েছে পুরুষদের শারীরিক গঠন বৈশিষ্ট্য, তেমনই রয়েছে কিছু অস্বাস্থ্যকর দৈনন্দিন অ্ভ্যাসও। যার জেরে বেশি অসুস্থ হচ্ছেন পুরুষরা, বলছে রিপোর্ট। বিশ্ব জুড়ে মহিলা পুরুষ নির্বিশেষে করোনা ভাইরাসের শিকার হয়েছেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী পুরুষের শরীরে বেশি ছাপ বা প্রভাব ফেলছে এই ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.