কোভিড আবহে রোজগার হারানো অযোধ্যা পাহাড়ের (Ayodhya hills) প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়াল বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি (Breakthrough Science Society)। পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আজ পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার চুনকুডি গ্রামের ৪৬টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া দেয় তারা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জেলা সহ- সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত জানান, ‘এই সাহায্য প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। তবুও একটি সামাজিক সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। জেলার কয়েকটি এলাকায় আরও এই ধরনের ত্রাণ শিবির করার পরিকল্পনা রয়েছে।’ শুধুই সেমিনার, আলোচনা সভা, বিজ্ঞান সচেতনতা নয়, মানবিক আবেদনে সাড়া দিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন গ্রামবাসীরা।