দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৫৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮৭৬ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামনে আসায় দেশে মোট সংক্রমণ ও মৃত্যুর হারও বেড়েছে। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ ও মোট মৃত্যু হয়েছে ৫১ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের মধ্যে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৭৩ হাজার ছাড়িয়েছে ও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৭৭ হাজারের বেশি।
অন্যদিকে এবার করোনাভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন করল চিন। রাশিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে চিন এই নিবন্ধন করল। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গিয়েছে।
সিজিটিএন জানিয়েছে, চিনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবার দিনই নিবন্ধন করেছে বেইজিং।
পাশাপাশি অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনের ফলাফল কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিঙ্গহাম জানিয়েছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং জার্মানির করোনার ভ্যাকসিন এই বছরের শেষে প্রস্তুত হতে পারে।