দেশে আবারও করোনায় (corona)নতুন করে সংক্রামিত ৩৪ হাজারের বেশি মানুষ। ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। নতুন করে এই সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ তে। মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের।
মোট সংখ্যা ১০ লক্ষ ছাড়ালেও দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ টি। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা সাড়ে ৬ লক্ষেরও বেশি। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে শনিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে বিশ্বের আক্রান্তের নিরিখে ভারতের আক্রান্তের হার ৪ থেকে ৮ গুণ কম বলেও জানা গিয়েছে। কিছু ইউরোপীয় দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার প্রতি দশ লক্ষে ১৮.৬ জন। যা বিশ্বের কম মৃত্যুর হার সূচক দেশগুলির মধ্যে অন্যতম।
স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান ও সঠিক সময়ে করোনা পরীক্ষা ও কড়া প্রশাসনিক পদক্ষেপের জন্য ভারত এই অবস্থানে রয়েছে। মৃদু ও অ্যাসিম্পোট্যোমেটিকদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা করাও সঠিক পদক্ষেপ বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। শুক্রবার জানানো হয়েছে দেশে ১.৯৪ শতাংশেরও কম করোনা রোগি আইসিইউতে রয়েছে।
অন্য একটি সমীক্ষা অবশ্য ভয়াবহ রিপোর্ট প্রকাশ্যে এনেছে। গবেষকদের মতে, ভারতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যেই ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৫ লাখে পৌঁছে যাবে। শুধু তাই নয়, মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজারে দাঁড়াবে। গত কয়েকদিন ধরে চালানো এক সমীক্ষাতে এমনই ভয়াবহ এক তথ্য উঠে এসেছে। বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)’ সম্প্রতি এই সমীক্ষা চালায়। এই মুহূর্তে ভারতের সংক্রমণের হারের ওপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়।